বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ায় ত্রিকণ্যা মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স গোপাল ভাণ্ডারকে ওজন ও পরিমাপ মাপদণ্ড আইন-২০১৮ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই এর পরিদর্শক রিগ্যান বৈদ্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।