জেলা পর্যায়ে সিএনজিসহ থ্রি হুইলারের জন্য আলাদা লেন ও সার্ভিস রোড নির্মাণ এবং গ্যাস রিফিল ও জরুরী রোগী পরিবহনের জন্য জেলার সিএনজি মেট্রো এলাকায় চলাচলের সুযোগসহ ৩ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা এলপিজি-সিএনজি-থ্রিহুইলার চালক ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে সোমবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলা এলপিজি সিএনজি থ্রিহুইলার চালক ও শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মো. কাওছার হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম সোহানসহ অন্যরা।
বক্তারা থ্রি হুইলারের জন্য আলাদা লেন ও সার্ভিস রোড নির্মান এবং গ্যাস রিফিল ও জরুরী রোগী পরিবহনের জন্য জেলার সিএনজি মেট্রো এলাকায় চলাচলের সুযোগ দেয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে একই দাবীতে তাদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা একই দাবীতে সিটি মেয়র এবং জেলা প্রশাসক বরাবর পৃথক স্মারকলিপি দেন।