এবার ভাই-বোন চরিত্রে মোশাররফ-জুঁই

লেখক:
প্রকাশ: ৩ years ago

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে তারা যেমন একই ছাদের নিচে বসবাস করেন, তেমনি পর্দায়ও স্বামী-স্ত্রীর চরিত্রে একাধিকবার হাজির হয়েছেন। এবার ভাই-বোনের চরিত্রে অভিনয় করলেন তারা।

‘হোয়াট ইজ লাভ’ শিরোনামে নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকটিতে একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

ঘটনাচক্রে রনির বিয়ে ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি। পরিবেশের সেবায় নিজেকে পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলছেন। চরিত্রটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। অন্যদিকে একই এলাকার ঘরজামাই অয়ন চৌধুরী। অয়নের এখন যে স্ত্রী, তাকে বিয়ে করার কথা ছিল রনি নামে আরেকজনের। এই চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।

 

এ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সারিকা সাবা, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল ফিতরে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে।