অধিকৃত পশ্চিম তীরে রমজানের প্রথম দিনেই তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শনিবার ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি পুলিশের দাবি, যাদেরকে হত্যা করা হয়েছে তারা সন্ত্রাসী ছিল। বন্দুকযুদ্ধে এরা নিহত হয়েছে।
বিবৃতিতে পুলিশ বলেছে, ‘এটি একটি সন্ত্রাসী সেল যারা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং আরেকটি হামলার প্রস্তুতি নিয়েছিল।
এ ব্যপারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণের এলাকা আররাবা জংশনে ‘প্রতিরোধ যোদ্ধাদের’ গুলি করার পর ইসরায়েলি বাহিনী কোনো চিকিৎসককে সেখানে যেতে দেয়নি।
ইসলামিক জিহাদ মুভমেন্ট জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই তিন জন তাদের সহযোগী সংগঠন আল-কুদস ব্রিগ্রেডের সদস্য। তাদের ‘শহীদ’ উল্লেখ করে নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি। তারা হলেন, জেনিনের বাসিন্দা খলিল তাওয়ালবেহ (২৪), তুলকার্মের বাসিন্দা সাইফ আবু লিবদেহ (২৫) এবং জেনিনের সায়েব আবাহরা (৩০)।