বরিশাল নগরীতে মারধরের পর বাথরুমে আটকে রেখে ডাকাতি

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালে পরিবারের সবাইকে বাথরুমে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতদের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। নগরীর রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা আক্তার। রাসেলের বোন কানিজ ফাতেমা বলেন, ‘ভোরের দিকে ৭/৮ জন ডাকাত বাড়ির কেঁচিগেট ভেঙে ধারাল অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এ সময় ওই ডাকাতরা আমার ভাই আজিজ ও তার স্ত্রী নাসিমাকে মারধর করে।

পরে তাদের সন্তান লামিয়াকেসহ তিনজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে। এরপর তারা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকাসহ আরও অনেক জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাই রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে। ডাকাতদল তখন পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আজিজ ও নাসিমাকে রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তাদের হাতে পোঁচ লাগে। রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।’

ওসি আজিমুল করিম বলেন, ‘ডাকাতির ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’