রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও বিষয়াদি জানা যায়। সকালে ঘুম থেকে উঠে প্রথমে সংবাদপত্রে চোখ বুলিয়ে নেই। দেশের খবরাখবর জানতে পারি। এ সংবাদ সংগ্রহে অসামান্য পরিশ্রম করেন সাংবাদিকরা।
শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বিশেষ রিপোর্টিংয়ের জন্য পাঁচজনকে এবং খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন।
ছাত্র অবস্থাতেই সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি উল্লেখ করে রেলমন্ত্রী আরও বলেন, এখনও সাংবাদিকদের সঙ্গে আমি মিশি। তাদের জন্য আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা থাকে।