চরফ্যাশনে বড় ভাইকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় আটক-১

লেখক:
প্রকাশ: ৩ years ago

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ৪ ভাই একাত্রিত হয়ে বড় সৎভাই নুর সোলায়মান(৪৮)কে
প্রকাশ্যে সোমবার সন্ধ্যায় পৌনে ৮টায় দিগম্বর করে মারধর করা হয়েছে। উক্ত ঘটনাটি রবিবার রাতেই সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে।

 

সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেলের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ কবির নামক একজনকে আটক করা হয়েছে। তাকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, ঘটনার ১২ ঘন্টার মধ্যে মামলার ২নং আসামী কবির হোসেনকে আটক করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। আটককৃত আসামী কবিরকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।