তাসমিয়াহ পারভীন চৌধুরী হৃদির প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০২১ সালের ৫ মার্চ ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তাসমিয়াহ পারভীন প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট মরহুম এবিএম মূসা ও সেতারা মূসার বড় নাতনি এবং সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা ও ফার্মাসিস্ট সেলিম আজাদ চৌধুরীর বড় মেয়ে।
তাসমিয়াহ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট কলেজ অফ ফার্মেসি অ্যান্ড হেলথ সাইন্স থেকে ফার্মডি ডিগ্রী লাভ করেন। এরপর স্প্রিংফিল্ডের বে স্ট্যাট হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ও পরে মার্সি মেডিক্যাল সেন্টারে ফার্মাইস্ট ম্যানেজার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন তিনি।
মৃত্যুকালে তাসমিয়াহ দুই সন্তান, স্বামী, মা-বাবা, একমাত্র ছোট বোনসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাসমিয়াহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের এমাস্ট শহরে তার নিজ বাসভবনে, ঢাকায় মোহাম্মদপুরে ইকবাল রোড মসজিদ ও ফেনীর ছাগলনাইয়ার সতেরো গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।