সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছেন চীনের সান মিং ও জু ইয়ান দম্পতি। এই দম্পতি বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে পরিচিত।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সান মিং ও জু ইয়ান দম্পতিকে নিয়ে পুনরায় পোস্ট করার পর, বিশ্বের সবচেয়ে লম্বা স্বামী-স্ত্রী হিসেবে আবারও আলোচনায় উঠেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সান মিং ও জু ইয়ান দম্পতি ২০১৬ সালে ‘বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি’ হিসেবে বিশ্ব রেকর্ড করেন। এখন পর্যন্ত গিনেসের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড তাদের দখলেই।
সান মিং ও জু ইয়ান দম্পতির একত্রে উচ্চতা ১৩ ফিট ১০.৭২ ইঞ্চি (৪২৩.৪৭ সেন্টিমিটার)। এর মধ্যে সানের উচ্চতা ৭৮.৯৮ ইঞ্চি (২৩৪.১৭ সেন্টিমিটার) এবং তার স্ত্রী ইয়ানের উচ্চতা ৬১.৭৪ ইঞ্চি (১৮৭.৩ সেন্টিমিটার)।
২০১৩ সালের ৪ আগস্ট চীনের বেইজিংয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হোন সান মিং ও জু ইয়ান। দুজনেই নিজ দেশের তারকা খেলোয়ার। সান মিং পেশায় বাস্কেটবল প্লেয়ার এবং জু ইয়ান হ্যান্ডবল প্লেয়ার। ২০০৯ সালে চীনের ন্যাশনাল গেমসে দুজনের পরিচয় হয়। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।
নেটিজেনদের মতে, বিশ্বের সবচেয়ে লম্বা এই দম্পতির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তাঁরা চীনের নাগরিক। চীনা নাগরিকরা কম উচ্চতার জন্যই বিশ্বে পরিচিত।
সান মিং ও জু ইয়ান দম্পতির মতে, সুখী দম্পতি হওয়ার মূলমন্ত্র হচ্ছে প্রতিদিন একে অপরকে সমর্থন করা। কেউই নিখুঁত নয়, তাই আপনাকে প্রতিদিন একে অপরকে সমর্থন করতে হবে।
সর্বকালের সবচেয়ে লম্বা দম্পতি
সর্বকালের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড রয়েছে মার্টিন ভ্যান বুরেন বেটস ও আনা হাইনিং সোয়ান দম্পতির দখলে। মার্টিন ভ্যান বুরেন বেটসের উচ্চতা ছিল ৭ ফুট ৯ ইঞ্চি (২৩৬.২২ সেন্টিমিটার) এবং তার স্ত্রী আনা হাইনিং সোয়ানের উচ্চতা ছিল ৭ ফুট ১১ ইঞ্চি (২৪১.৩ সেন্টিমিটার)। এই দম্পতির যৌথ উচ্চতা ১৫ ফুট ৮ ইঞ্চি (৪৭৭.৫২ সেন্টিমিটার সেমি)। এ কারণে তাঁরা সর্বকালের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে খ্যাত।
১৮৭১ সালের ১৭ জুন এই দম্পতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মার্টিন ভ্যান বুরেন বেটস ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেন ১৯১৯ সালে। আনা হাইনিং সোয়ান ১৮৪৬ সালে কানাডায় জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেন ১৮৮৮ সালে।