বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইরাকের কুর্দিস্তানে একসঙ্গে দুই হাজার ২৫৪ তরুণী হিজাব পরিধান করেছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় দোহক শহরে হিজাব পরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অঞ্চলের তরুণীদের হিজাব পরা উপলক্ষে প্রতি বছর গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। শুক্রবার বহুল পরিচিত এ আয়োজনের অষ্টম পর্ব অনুষ্ঠিত হয়েছে। কুর্দিস্তানের ছাত্র উন্নয়ন সংস্থা প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোল্ডেন ক্রাউন বা স্বর্ণ মুকুট অনুষ্ঠানটি প্রতি বছর সর্বাধিক গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবার দুই হাজার ২৫৪ তরুণী হিজাব অনুষ্ঠানে অংশ নেয়।
মুসলিম তরুণীদের হিজাব পরার সদিচ্ছাকে স্বাগত জানিয়ে এ ধরনের বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। তাছাড়া হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করে তুলতে প্রতি বছর কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় এ ধরনের অনুষ্ঠান হয়।