
বরগুনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ও আচরনবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এসময় প্রধান অতিথি বক্তৃতায় বলেন, আপনারা সাংবাদিকতা পেশাকে ভালো বেসে আগামী দিনে এদেশের সাধারন মানুষের মুক্তির জন্য কাজ করবেন এটাই আমার আশা।
সমাপনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর আহমদ এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সেলিম মাহমুদ এবং প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস। প্রশিক্ষন কর্মসূচীতে বরগুনা জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে প্রধান অতিথি অংশগ্রহনকারী সকলের হাতে প্রত্যয়ন পত্র তুলে দেন।