দাফনের ২২ দিন পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

লেখক:
প্রকাশ: ৩ years ago

নরসিংদীতে দাফনের ২২ দিন পর সাফাত সালমান নূর নামের এক শিশুর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।

নিহতের বাবা শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, প্রেম করে রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সাফাত সালমান নূর নামে এক ছেলে সন্তান জন্ম নেয়। এরপর বৃষ্টি আক্তারের বাবা-মা নাতিসহ মেয়ে-জামাইকে মেনে নেন।

 

তিনি আরও জানান, কিছুদিন পূর্বে মোবাইলের সূত্র ধরে বৃষ্টি আক্তার অজ্ঞাত এক যুবকের প্রেমে পড়ে যায়। ৬ জানুয়ারি কাউকে কিছু না বলে তিনি শিশু সন্তানসহ বাড়ি থেকে চলে যায়। পরে বৃষ্টি আক্তার বাবার বাড়িতে আছে জানতে পেরে বাড়িতে নিয়ে আসতে গেলে তিনি আসবেন না বলে সাফ জানিয়ে দেন।

গত ২ ফেব্রুয়ারি বিকেলে সাফাত সালমান নূরের মৃত্যুর সংবাদ পাই। বাড়িতে গিয়ে তার মুখে ফেনা দেখা যায়। তখন তড়িঘড়ি করে তাকে দাফন করা হয়। পরে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সঙ্গে ছেলে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারি। পরে ১৭ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় মামলা করি।