ববিতে কোটায় ভর্তিতে আসনপ্রতি লড়ছেন ৯ জন

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে কোটায় ভর্তির ক্ষেত্রে আসনপ্রতি লড়ছেন ৯ জন। রোববার (২০ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ‘ক’ ইউনিটের, কলা ও মানবিক অনুষদের ডিন অফিসে ‘খ’ ইউনিটের এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসে ‘গ’ ইউনিটের কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

তবে ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সশরীরে উপস্থিত থেকে নিচ্ছেন। এ বছর ভর্তিতে কোটায় মোট ৭২ আসনের বিপরীতে ‘ক’ ইউনিটে ২৭৩, ‘খ’ ইউনিটে ২২৭ এবং ‘গ’ ইউনিটে ১৩৯ জনসহ মোট ৬৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে নির্ধারিত আসনের বিপরীতে কোটায় অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করানো বিধান রয়েছে। তবে সেক্ষেত্রে মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে।

মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায় এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত সংশ্লিষ্টদের সন্তান কোটায় আবেদনের জন্য বিবেচিত হবেন। তবে থাকতে হবে সংশ্লিষ্ট প্রমাণপত্র।