পটুয়াখালীতে ই-জিপি বিষয়ক কর্মশালা

লেখক:
প্রকাশ: ৩ years ago

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ই-জিপি সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসক দরবার হলে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট( সিপিটিইউ) এর উপ পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিসি#৩৯র ডেপুটি ডিরেক্টর মেহের আফরোজ। এ সময় ই-জিপি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন করিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স, ঠিকাদার গোলাম সরোয়ার বাদল প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ কালাম হোসেন বলেন “ই-জিপি এখন আর নতুন নয়। মুল বিষয় হচ্ছে সরকারি কেনাকাটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সিষ্টেমকে দোষারোপ না করে স্বচ্ছ চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তনই পারে ই- জিপির সফল বাস্তবায়ন করতে”। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী,সাংবাদিক ও ঠিকাদারসহ অর্ধশতাধীক প্রতিনিধি অংশ গ্রহন করেন।