দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছিল ফরচুন বরিশাল। শুধু অপেক্ষা ছিল সিলেট সানরাইজার্সের পরাজয় কিংবা নিজেদের একটি জয়ের। তাদের অপেক্ষা বেশি দীর্ঘায়িত হতে দেয়নি খুলনা টাইগার্স। রাতের ম্যাচে সিলেটকে হারিয়ে প্রথম দল হিসেবে বরিশালকে প্লে অফে উঠিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের দল।
যে কারণে নিশ্চিত হয়ে গেছে বরিশালের প্লে-অফ। পাঁচে থাকা চট্টগ্রামের সংগ্রহ ৮ ম্যাচে ৬ পয়েন্ট। তারা সর্বোচ্চ ১০ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। অন্যদিকে সাত ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া সিলেটের পক্ষে সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়াই সম্ভব হবে। তাই বাকি দুই ম্যাচ হারলেও সেরা চারে থাকা নিশ্চিত বরিশালের।
বরিশালের পর প্লে-অফের দৌড়ে এগিয়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা ৭ ম্যাচে পেয়েছে ৯ পয়েন্ট, টেবিলে অবস্থান দ্বিতীয়। খুলনার কাছে সিলেটের পরাজয়ের পর এখন কুমিল্লারও প্লে-অফ একপ্রকার নিশ্চিত। নিজেদের পরের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই দ্বিতীয় দল হিসেবে সেরা উঠে যাবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।
কুমিল্লার সমান ৭ ম্যাচ খেলে খুলনার সংগ্রহ ৮ পয়েন্ট। তারা রয়েছে তিন নম্বরে। অন্য দিকে সাত ম্যাচে ঠিক সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। এ দুই দলের সঙ্গে সেরা চারের ওঠার লড়াইটা জমবে সিলেট ও চট্টগ্রামের। তবে সাম্প্রতিক অবস্থা ও ফর্ম বিবেচনায় চট্টগ্রাম-সিলেটের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।