বরিশালে করোনায় আক্রান্তের হার বেড়েছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরিসংখ্যান অনুযায়ী- আক্রান্তের হার ৪৪ শতাংশ প্রায়।
ল্যাবের পরিসংখ্যানে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল জেলাতেই রয়েছে ১৫০ জন। এরপর ঝালকাঠী জেলাতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৬৫ জন।