 
                                            
                                                                                            
                                        
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি ঘরে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। আজ রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বন্ধুকে সাথে বাকবিতান্ডা চলছিলো। এমন অবস্থায় এলাকার লোকজন এসে শিক্ষার্থীর বন্ধুকে মারধর করলে ক্ষেপে উঠে শিক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি ঘরে হালমা চালায় শিক্ষার্থীরা।
হামলা চালিয়ে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে তারা। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন বিএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তারা। সর্বশেষ রাতে পৌনে ১১ টার দিকে পরিস্থিত নিয়ন্ত্রনে নেন বন্দর থানা পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিত শান্ত রয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।