ব্রাজিল ও কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ভেনিজুয়েলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

কারাকাসে নিযুক্ত ব্রাজিল ও কানাডার রাষ্ট্রদূতকে একযোগে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা। দেশটির শক্তিশালী সাংবিধানিক পরিষদের প্রধান ডেলসি রদ্রিগেজ এই ঘোষণা দেন। খবর বিবিসির।
এতে ব্রাজিলের রাষ্ট্রদূত রুই পেরেইরা’র বিরুদ্ধে আইন ভঙ্গ ও কানাডার রাষ্ট্রদূত ক্রেইব কোয়ালিকের বিরুদ্ধে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। তবে ভেনিজুয়েলার এমন আগ্রাসী পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে দেশ দুটি।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ‘বিরোধীদলকে ক্রমাগত হয়রানি করছে’ ব্রাজিলের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর দেশটির বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিলো ভেনিজুয়েলা। এছাড়া কয়েকমাস আগে সেদেশে নিযুক্ত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে কানাডা। বিবিসি।