করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শ্বাসযন্ত্রের উপরের অংশে সংক্রমিত হয়। তবে আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে সংক্রমণের উপসর্গগুলো হালকা। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহামুদ এ তথ্য জানিয়েছেন।
আবদি বলেন, ‘আমরা গবেষণাগুলোতে দেখেছি, ওমিক্রন শরীরের উপরের অংশকে সংক্রমিত করছে বলে ইঙ্গিত মিলছে। অন্যদের তুলনায় এটি ফুসফুসে নিউমোনিয়ার তীব্রতা সৃষ্টি করে না। এটা ভালো খবর হতে পারে, তবে এটি প্রমাণের জন্য আমাদের সত্যিকারার্থে আরও গবেষণা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ওমিক্রনের উচ্চ সংক্রমণ ক্ষমতার মানে এটি অনেক জায়গায় কয়েক সপ্তাহের মধ্যে প্রভাবশালী হয়ে উঠবে। যে দেশগুলোর জনসংখ্যার একটি বড় অংশ টিকাবিহীন রয়ে গেছে সেখানে এটি হুমকি হয়ে উঠবে।
ওমিক্রনের জন্য আলাদা টিকার প্রয়োজন হবে কিনা জানতে চাইলে আবদি মাহামুদ বলেন, এতো তাড়াতাড়ি এটা বলা যাবে না। তবে এই সিদ্ধান্তের জন্য বৈশ্বিক সমন্বয় প্রয়োজন। এই বিষয়টি বাণিজ্যিক খাতের ওপর ছেড়ে দেওয়া যাবে না।