বরিশালে প্রবাসীর স্ত্রীর ১৫ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী মুন্না গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৩ years ago

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোঁনে প্রেমের ফাঁদে ফেলে স্বর্নালংকারসহ ১৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের, প্রতারক মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও ভ‚ক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের মোঃ শহিদ মুন্সির ছেলে প্রতারক মুন্না মুন্সি(২৮) একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে। এক পর্যায়ে দুজনের মধ্যে অবৈধ প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এ সুযোগে প্রতারক মুন্না ওই নারীর সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইতে থাকে।

পরে প্রবাসীর স্ত্রী তাহার প্রলোভনে প্রলুব্ধ হয়। সুত্রে জানা যায় ২ বছর ধরে তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। এরপর প্রতারক মুন্নার অর্থ হাতিয়ে নেয়ার মিশন শুরু হয়। প্রথমে প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা ধার চায়। টাকা দিতে অপরাগতা জানালে। কিস্তিতে টাকা তুলে দেয়ার কথা বলে।

কোন উপায়ন্তু না পেয়ে প্রথমে ২২/১১/২০২১ইং তারিখ ইচলাদী টিএমএসএস এনজিও থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে প্রতারক মুন্নাকে দেয়। এ ছাড়াও পদক্ষেপ এনজিওসহ বিভিন্ন এনজিও থেকে আরো ২ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে তাকে দেয় এবং ব্যবহৃত ৯ ভরি ওজনের সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মুন্না মুন্সি একাধিক নারী কেলেংকারীর সাথে জড়িত রয়েছে এবং বিভিন্ন নারীদের ফুঁসলিয়ে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে জীবিকা নির্বাহ করে থাকে। সে প্রতারণা করে টাকা উপার্জন করে বাহবা নেওয়ার জন্য এলাকায় যুবকদের পিকনিকের জন্য মোটা অংকের টাকা দিয়ে থাকে।

আরো জানা যায়, মুন্না মুন্সির আর্থিক অবস্থা বেশি ভাল ছিল না। এক বছর ধরে তার রূপ পাল্টে গিয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীদের স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে একাধিক নারীকে সর্বশান্ত করেছে। এমনকি সে যেন এলাকায় এক মূর্তিমান আতঙ্ক। নারী কেলেংকারীসহ সন্ত্র্সাী কর্মকান্ডে সে জড়িয়ে পড়েছে। তার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী।

প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত মুন্না মুন্সির বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রতারক মুন্না মুন্সিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ওই প্রতারক নারীলোভী প্রবঞ্চনাকারী ও চরিত্রহীন লম্পটের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভ‚ক্তভোগী পরিবার ও সচেতন মহল।