ভোলার লালমোহন উপজেলায় মহান বিজয় দিবসের সম্মাননা স্মারকে মুজিববর্ষ বানান ভুল। স্মারকে মুজিববর্ষের পরিবর্তে লেখা হয়েছে ‘মুবিজবর্ষ’। এ ভুল লেখা স্মারকগুলো বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্মারকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এ নিয়ে চলে নানা সমালোচনা।
জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমোহন উপজলো প্রশাসনের পক্ষ থেকে এ স্মারকগুলো বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের দাবি, দোকানদার প্রিন্ট করার সময় ভুলক্রমে মুজিববর্ষের পরিবর্তে ‘মুবিজবর্ষ’ লিখেছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, বরিশালের একটি প্রেসে বিজয় দিবস উপলক্ষে সম্মাননা স্মারকগুলো ছাড়াও আরও অনেক কিছু প্রিন্ট করা হয়েছে। তবে সম্মাননা স্মারকের প্লেটেই কেবল ভুল হয়েছে।
স্মারকগুলো বরিশাল থেকে সরাসরি লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান কেন্দ্রে নেয়া হয়। এরপর কয়েকটি স্মারক বিতরণ করা হলে ওই ভুলটি চোখে পড়ে। পরে ওইসব স্মারকগুলো মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। স্মারকগুলো ওই প্রেস কর্তৃপক্ষ ফেরত নিবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ওই প্রেস কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ব্যাখা চাওয়া হয়েছে বলেও জানান ইউএনও।