দুই ইউনিয়ন থেকে মেম্বার হলেন স্বামী-স্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথক ইউনিয়ন থেকে স্বামী-স্ত্রী নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা গোলজার হোসেন। দীর্ঘ ১৭ বছর পূর্বে উপজেলার দহবন্দ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতে রেখে দেন।

২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গোলজার হোসেন বেলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে এবং দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদে সাহিদা বেগম নির্বাচন করলে উভয়েই নির্বাচিত হন।

দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বাসিন্দারা জানান, গোলজার হোসেন বেলকার বাসিন্দা হলেও দহবন্দ ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। এ কারণে তার দ্বিতীয় স্ত্রী সাহিদা বেগম নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে গোলজার হোসেন বলেন, সবসময় মানুষের পাশে থাকার কারণে দুই ইউনিয়নবাসী আমাকে বেশ ভালোবাসতো। এজন্য আমরা স্বামী-স্ত্রী দুজনই নির্বাচিত হয়েছি। দুই ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।