বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শিত

লেখক:
প্রকাশ: ৩ years ago
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবাহি জাহাজ বিএনএস বরকত প্রদর্শনী উপলক্ষে শিক্ষার্থী সহ জন সাধারনের জন্য উন্মুক্ত করার পাশাপাশি পরিদর্শনের আয়োজন করেছে নৌবাহিনী কর্তৃপক্ষ।

 

আজ রোববার (২১) নভেম্বর বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিসি ঘাটে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন শ্রেনীর মানুষ উৎসাহ ও আনন্দ করে এ যুদ্ধ বিএনএস যুদ্ধ জাহাজ ঘুড়ে ঘুড়ে পরিদর্শন করে। বেলা ২টার দিকে পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হলেও বেলা বাড়ার সাথে দর্শনার্থীর সংক্ষা বৃদ্ধি পেতে থাকে বলে কর্তৃপক্ষ অবহিত করে।

 

 

এসময় বিএনএস যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লেঃ,কমান্ডার সোহেল রানার প্রতিনিধি নৌ বাহিনীর সদস্যরা পরিদর্শনকারীদের বরকত সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তি সহ বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, অপরেশনাল কর্মকান্ড পরিচালনা করার রক্ষার্থে বানৌজা বরকতে রয়েছে উন্নত প্রযুক্তির অথ্যাধুনিক ২টি ৩৭ মিঃ মিঃ শীপস বর্ন অটোমেটিকনেভাল গান,২টি টুইন ব্যারেল ২৫ মিঃ মিঃ গান এবং বিভিন্ন প্রকারের মাইন।

 

এই অত্যাধুনিক অস্ত্রের গোলার ওজন দেড় কেজি সহ এর কার্যকরী রেঞ্জ ত হাজার ৫শত ১৫ মিটার। যা মিনিটে ১শ৩ ৬০ রাউন্ড থেকে ১শত ৮০ রাউন্ড গোলা ছোড়ার সক্ষমতা বরকেতের রয়েছে।

 

বানৌজা বিএনএস বরকত অপরেশন ট্রেজারশিল্ড,অপরেশন নির্মূল, জাটকা নিধন প্রতিরোধ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, বিশেষ কম্বিং অপরেশন স্কোয়াড্রন ওয়ার্কআপ,টিজি ওয়ার্কআপ,সী এক্সারসাইজ প্রোগ্রাম ও ঘুর্ণিঝড় পরবর্তী সার্চ এন্ড রেসকিউ অপরেশন করে থাকে।

 

তারা আরো জানায় শুধু অপরেশনাল কর্মকান্ড নয় বরকত আর্ত মানবতার সেবায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উপকূল এলাকায় ও কোভিড-১৯ মহামারিতে ত্রান বিতরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

এছাড়া বানৌজা বরকত সফলতার সাথে বাৎসরিক সমূদ্র মহড়া ২০২০ সম্পূর্ন করা সহ ২০২১ বাৎসরিক সমূদ্র মহড়ায় বিশেষ ভূমিকা পালন করার আশা প্রকাশ করেন। বিএনএস বরকতে বিভিন্ন প্রর্যায়ের ৮০ জন ন্যে সদস্য সর্বক্ষন কর্মরত থাকা সহ এর স্প্রিড ২৫ নটিকল মাইল।

 

উল্লেখ্য বানৌজা বরকত ১৯৯৬ সালের ৮ই আগস্ট নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়। এরপর থেকে দেশের জলরাশি ও সাবভৌমত্ব রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে।

এছাড়া দেশের জলরাশি ও সাবভৌমত্ব রক্ষা ছাড়াও অপারেশনাল ও প্রশিক্ষণমূলক কর্মকান্ডে অংশ গ্রহন করে।