স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত দুদিন থেকে অনশন করছেন এক তরুণী। মোছা. রেহেনা আক্তার (৩৬) নামের ওই তরুণী চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শিদনা গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে। ‘রুহিন তুমি ঘরে নাও, স্ত্রীর সম্মান দাও’ প্ল্যাকার্ড হাতে নিয়ে বাসার সামনে অবস্থান করছেন রেহেনা। ঘটনাটি সিলেট নগরীর কালীবাড়ি এলাকার বন্ধন ১৪-ডি নং বাসায়।
রেহেনা আক্তারের দাবি, কালীবাড়ি এলাকার বন্ধন ১৪-ডি এর বাসিন্দা মো. আবু হানিফের ছেলে মিছবাহুজ্জামান রুহিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। পরে তারা দু’জন বিয়ে করেন। বিয়ের পর গত ৮ মাস একসঙ্গে সংসার করার পর এখন রেহেনাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না রুহিন। এজন্য স্ত্রীর স্বীকৃতি ও ‘স্বামীর’ বাড়িতে উঠতে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে রুহিনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন রেহানা। তার দাবি, রুহিন যদি তাকে মেনে নিয়ে বাড়িতে না তুলেন; তবে মারা যাবেন।
রেহেনা আরো জানান, তার কাছে কোনো কাবিননামা না থাকলেও তা রুহিনের কাছে রয়েছে। তাছাড়া এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। পিটিশন মামলা নং- ৩৩৫/২০২১। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, শুনেছি এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে রয়েছে।