 
                                            
                                                                                            
                                        
আজ শুক্রবার ১২ নভেম্বর সকাল ১১:০০ ঘটিকায় মােহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে মোহনা টেলিভিশনের একযুগ পূর্তি উদযাপিত হয়।
উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি কমিশনার মােঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়।
মোহনা টেলিভিশনের একযুগ পূর্তিতে মোহনা টেলিভিশনের সাথে সংযুক্ত সকল কলাকুশলীসহ সকলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, গণমাধ্যম হল সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
দেশ ও সমাজের কল্যাণে এই স্তম্ভকে একটি সুন্দর বিকাশমান ধারায় নিয়ে আসতে অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মত মোহনা টেলিভিশনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সব গণমাধ্যমের একটি বিশেষত্ব থাকে, তেমনি মোহনা টেলিভিশনের ও একটি বিশেষত্ব রয়েছে। আর তাহলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশের ঐতিহ্য তুলে ধরতে মোহনা টেলিভিশন সবসময়ই এক পা এগিয়ে থাকে। এ সময় তিনি এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে মোহনা টেলিভিশন আরো ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি আরা বলেন, আমরা রাষ্ট্রযন্ত্র মুখে যেটা বলি তা অন্তরে ধারণ করি এবং বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ করি। তার প্রমান হলো বরিশাল মহানগর এর আওতাধীন অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন।
আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ নির্বাচন আপনাদেরকে উপহার দিয়েছি। তবে এর কৃতিত্ব প্রার্থী,জনগণ, গণমাধ্যম, রাষ্ট্রযন্ত্র সহ বরিশালের সর্বস্তরের জনগণের। এক সময় বরিশাল সর্বদিকে হবে বাংলাদেশের মডেল, সারাদেশের নিকট অনুকরণীয় এক মডেল শহর।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি জনাব কাজী নাসির উদ্দিন বাবুল, এডিশনাল ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব এ কে এম এহসান উল্লাহ, অতিঃ জেলা প্রশাসক বরিশাল জনাব রকিবুর রহমান, উপ-পরিচালক র্যাব-৮ বরিশাল মেজর জনাব জাহাঙ্গীর আলম, অতিঃ পুলিশ সুপার বরিশাল জনাব ফরহাদ হােসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি জনাব স্বপন খন্দকার, সাধারণ সম্পাদক বরিশাল টেলিভিশন মিডিয়া জনাব আকতার ফারুক শাহীন, সহ-সভাপতি, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব জনাব এস এম জাকির হােসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিট সভাপতি জনাব নজরুল বিশ্বাস, মােহনা টেলিভিশন বরিশাল বিভাগীয় প্রধান ও টেলিভিশন দর্শক ফোরাম বরিশাল সভাপতি জনাব শেখ শামীম সহ আরো অনেকেই।