ওষুধের পরিবর্তে ছেলের চোখে আঠা দিলেন বাবা

লেখক:
প্রকাশ: ৩ years ago

একটু অসাবধানতা মানুষের জীবনে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর ভুলের কারণে যদি নিজের সন্তানের অনেক বড় ক্ষতি হয় তা নিয়ে পরিতাপের সীমা থাকে না!

এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে। ছেলের চোখে ওষুধ দিতে গিয়ে ভুলে আঠা দিয়েছেন বাবা। কেলভিন ডে নামের এই ব্যক্তি তার ছেলে রুপার্টের চোখে ওষুধের ড্রপ দিতে গিয়েছিলেন। নিয়মিতেই এই কাজ করছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনার দিন ভুলটি করে বসেন কেলভিন।

এদিকে বিষয়টি বুঝতে পেরেই হেল্পলাইনে ফোন করেন। তারা অনবরত চোখে পানি দেওয়ার পরামর্শ দেন। পরবর্তী সময়ে মেডিক্যাল টিম এসে রুপার্টকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি গত ফেব্রুয়ারির হলেও সম্প্রতি তা সামনে এসেছে। এ প্রসঙ্গে কেলভিন ডে সংবাদমাধ্যমে বলেন, ‘আমি কিছুক্ষণ পর বুঝতে পারি ওষুধের বদলে আমি আঠা দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে খবর দিই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে, আমার ছেলে হয়তো অন্ধ হয়ে যাবে। নিজের হাতে তার ভবিষ্যৎ শেষ করে দিলাম!’

সৌভাগ্যবশত রুপার্টের বড় কোনো সমস্যা হয়নি। চারদিন পর তার চোখ ঠিক হয়। এখন তার চোখের সবকিছু স্বাভাবিক রয়েছে।