তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি, রেড এলার্ট জারি

লেখক:
প্রকাশ: ৩ years ago

উজানের ঢলে তিস্তায় পানি বেড়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ভেঙে গেছে বাইপাস ফ্লোড বাঁধ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় তিস্তা দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন এসব তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘ভারতে বন্যা হচ্ছে। যার ফলে ভারত পানি ছেড়ে দিচ্ছে। এ কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘আমি ইতিমধ্যে ভিজিট করেছি। তিস্তার একটি বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে নৌকা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’