১৩১ দিনে সর্বনিম্ন করোনা শনাক্ত

লেখক:
প্রকাশ: ৩ years ago

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১৮ জন।

করোনা শনাক্তের এ সংখ্যা গত ১৩১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়।

২৪ জনের মৃত্যুর ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৯৩ জনে। নতুন আক্রান্তের ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষায় ৮১৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৫৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।