করোনার টিকা নিলেন আরও পৌনে ৬ লাখ মানুষ

লেখক:
প্রকাশ: ৩ years ago

একদিনে সারাদেশে করোনার টিকা নিয়েছেন আরও ৫ লাখ ৭৭ হাজার ২৭৪ জন।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৫১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৭২৩ জন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৯২৮ জন ও নারী ১ লাখ ৬৮ হাজার ৬২৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ২৪ হাজার ৭১২ জন এবং নারী ১ লাখ ১২ হাজার ১১ জন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ জন‌।

মঙ্গলবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৮৯ জন।