বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে অন্তর দিয়ে দেশ পরিচালনা করি

লেখক:
প্রকাশ: ৩ years ago

কারও কথায় হতাশ বা উৎসাহিত হয়ে নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নিজের অন্তর দিয়ে দেশ পরিচালনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বৃহস্পতিবার চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ নেতা বলেন, ‘মিডিয়াতে কী লিখল, আর টক শো তে কী বলল, আমি কিন্তু ওইটা শুনে কখনও দেশ পরিচালনা করি না।

আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে। কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। ওই দরিদ্র মানুষের জন্য তিনি বছরের পর বছর জেল খেটেছেন।’

বাবা-মায়ের কাছে পাওয়া শিক্ষা নিয়েই পথ চলেন জানিয়ে সরকার প্রধান বলেন, ‘মানুষ তার সুফল পাচ্ছে কি না, এটাই আমি যাচাই করি। কে কী বলল, সেটা শুনে হতাশ হওয়া, উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করি না। এটা হল বাস্তবতা।’

হতাশ হওয়াকে দেশের মানুষের বদভ্যাস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদভ্যাস আছে।

কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি, বলে এটা হল না কেন, ওটা হল না কেন। আমি বলব, আগে কী ছিল, এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়।

‘আছে, কিছু লোক তো আছে না, যারে দেখতে নারি তার চলন বাঁকা। এই অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু এমনি হতাশায় ভোগে। তো সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই।’