 
                                            
                                                                                            
                                        
বরিশাল-ঢাকা মহাসড়েকর গৌরনদীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক মো. ইউসুফ মিয়া (৩৬) নিহত হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ওই মহাসড়কের দক্ষিণ মাহিলাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভোলার লালমোহনের লেঙ্গুটিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে মাইক্রোবাসে যাত্রী নিয়ে বরিশাল এসে তাদের নামিয়ে দিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন ইউসুফ মিয়া।
বিকেল পৌনে ৪ টার দিকে মহাসড়কের গৌরনদীর দক্ষিণ মাহিলাড়া এলাকা অতিক্রমকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে যায়। চালক ইউসুফ মিয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক ইউসুফ মিয়াকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। বিষয়টি ইউসুফের পরিবারকে মুঠোফোনে জানানো হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি।