ওসির নম্বর ক্লোন করে কারাগারে ২ প্রতারক

লেখক:
প্রকাশ: ৩ years ago

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোন নাম্বার ক্লোন করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুরের মতলব (উত্তর) থানার মান্দারতলী  গ্রামের সাইফুল ইসলামের ছেলে নবীর হোসেন (৩২) ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারাহী নগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাকসুদুর রহমান (৩৪)।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন ভোরে প্রতারক চক্রের এ দুই সদস্যকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করে চরজব্বার থানার পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রতারক চক্র সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী  মনির আহমদের কাছ থেকে প্রতারণা করে ৮ টি বিকাশ নাম্বারে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ভুক্তভোগী।

ওসি বলেন, বিকাশ ও বিভিন্ন এজেন্টের সহায়তায় দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।