রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করার কথা ছিল মুশফিকুর রহীমের। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা গেলো উইকেটের পেছনে রয়েছে নুরুল হাসান সোহান। কিন্তু কেন? তাহলে কি শেষ মুহূর্তে বদলে গেছে দলের সিদ্ধান্ত?
উত্তর মিলেছে ম্যাচ শেষে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, টি-টোয়েন্টিতে আর উইকেটকিপিং করতে চান না মুশফিকুর রহীম। তাই এখন নুরুল হাসান সোহানের দিকেই মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। মুশফিকের এ সিদ্ধান্তকে তার নিজের জন্য এবং দলের জন্য ভালো মনে করছেন মোহাম্মদ আশরাফুল।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় আশরাফুল নিজের যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন মুশফিকের সিদ্ধান্তকে। তার মতে, এখন ব্যাটসম্যান মুশফিকের কাছ থেকে আরও বেশি বেশি ভালো ইনিংস পাওয়া যাবে এবং খানিক চাপ কমবে দেশসেরা এ ব্যাটসম্যানের।
ভিডিওবার্তায় আশরাফুলের ব্যাখ্যা বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো
‘লর্ডসে অভিষেকের সময় শুধু ব্যাটসম্যান হিসেবে অভিষেক হয়েছিল মুশফিকের। তবে ধীরে ধীরে সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানে পরিণত হয়েছেন তিনি। প্রায় ১৬ বছর ধরে উইকেটকিপিং করছেন তিনি।’
‘এখন থেকে আর টি-টোয়েন্টিতে কিপিং করবেন না বলে দিয়েছেন। টেস্ট ক্রিকেটেও গত দু-তিন বছর তিনি কিপিং করছেন না। আমরা যেমন দেখেছি (কুমার) সাঙ্গাকারাকে কিপিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন। মুশফিক নিজের তিনটা ডাবল সেঞ্চুরির মধ্যে শেষেরটা করেছেন কিপিং ছাড়াই।’
‘অবশ্যই মুশফিকের এটা একটা প্রিয় জিনিস ছিল, কিপিং করা। সেটা টি-টোয়েন্টিতে আর করবেন না গতকাল (রোববার) বলেছেন। টেস্ট ক্রিকেটেও আগে থেকেই করছেন না। তাই আমি এখন মুশফিকের কাছ থেকে ব্যাটিংয়ে আরও বেশি বেশি রানের আশা করব। এখনও তিনি অনেক রান করেন। এর থেকে আরও বেশি আশা করব।’
‘এখন তিনি ব্যাটিং নিয়ে বেশি সময় দিতে পারবেন। ফিল্ডিংটা উপভোগ করবেন। কিপিংয়ে একটা আলাদা চাপ থাকতো এবং আলাদা একটা পরিশ্রমও বটে। সেই জায়গা থেকে আমি মনে করি, এখন শুধু মনোযোগটা থাকবে ব্যাটিংয়ে।’
‘অসাধারণ একজন খেলোয়াড় মুশফিক, কঠোর পরিশ্রমী। দলের সেরা ব্যাটসম্যানের কিপিং করে আবার ব্যাটিং করাটা একটু কঠিনই বটে। আমি বলবো, এখন কিপিং না করাটা একটু স্বস্তিদায়ক হবে। আরও ৫-৬ বছর তিনি ক্রিকেট খেলবেন আশা করি। সেই জায়গায় আমরা ব্যাটসম্যান মুশফিককে দেখব।’
‘নুরুল হাসান সোহান শুরু থেকে দলের সেরা উইকেটরক্ষক ছিল। কিন্তু ব্যাটিংয়ের জন্য দলের নিয়মিত সদস্য হতে পারছিল না। এখন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করায় তাকে নিয়মিত সদস্য করার চিন্তাভাবনা করছে টিম ম্যানেজম্যান্ট। সেই জায়গায়ই মুশফিক নিজে থেকে সরে গেছেন কিপিংটা ছেড়ে, শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেবেন।’