মানিকগঞ্জে আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফারুক হোসেন বলেন, ‘আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি গত শনিবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে বিপৎসীমা অতিক্রম করে। এ পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’ যমুনার নদীর পানি বৃদ্ধিতে জেলার অভ্যন্তরীণ কালীগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালি ও ইছামতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘জেলার ৫০ কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধে কাজ করা হচ্ছে।’