নাটক লিখে আলোচনায় আফরীন জামান লীনা

লেখক:
প্রকাশ: ৩ years ago

পেশায় প্রশাসনিক কর্মকর্তা। তবে আফরীন জামান লীনা গল্প লিখতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার লেখা বেশ কিছু নাটক দর্শকের মনে দাগ কেটেছে।

গত রোজার ঈদে প্রচার হওয়া তার তিনটি নাটক ‘রক্ত’, ‘ফিজিক্স ক্যামিস্ট্রি ম্যাথ’ ও ‘এই মন তোমারই’ ছিলো বেশ আলোচনায়।

তার গল্প ও চিত্রনাট্যে এই ঈদে তার একটি নাটক প্রচারিত হয়েছে ‘চিলেকোঠার ভালোবাসা’; এখানে সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন কলকাতার ঋষি কৌশিক। এটি পরিচালনা করেছেন রাকেশ বসু।

লীনা বলেন, ‘এই ঈদে বেশ কিছু পরিকল্পনা ছিলো কিন্ত শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয় নি। চিলেকোঠার ভালোবাসা অনেক আগের কাজ, এই ঈদে প্রচারে এসেছে। কাজটি দেখে দর্শকরা প্রশংসা করছেন।’

‘গত ঈদে ‘রক্ত’ নাটকটি থেকে এত বেশি সাড়া পেয়েছি যা অবিশ্বাস্য। এ কাজটি আমার দায়িত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে’- যোগ করেন লীনা।

আফরীন জামান লীনার লেখালেখির অভ্যাসটা অনেক আগে থেকেই। লিখতে ভীষণ ভালোবাসেন তিনি। তার ভাষ্য, ‘আমি যা লিখি তার বেশিরভাগই আমার বাস্তব জীবনে দেখা কিংবা আমার জীবনের কিছু অংশ। চেষ্টা করি প্রতিটা গল্পেই ভিন্নতা রাখতে।’