করোনায় ১৬৭ চিকিৎসকের মৃত্যু, ৮৩৮০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৩ years ago

বাংলাদেশে এ পর্যন্ত ১৬৭ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৩৮০ জন স্বাস্থ্যকর্মী।

সোমবার (১২ জুলাই) বাংলাদেশে মেডিক‌্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে জানা গেছে, করোনায় মৃত চিকিৎসকদের মধ‌্যে ২৩ জন ছিলেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ৭২ জন ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ৬ জন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ৬২ জন ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং ১ ছিলেন আর্মি মেডিক‌্যাল কোরে কর্মরত। করোনায় মারা যাওয়া ৩ ডেল্টাল সার্জনের মধ‌্যে দুজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। অন্যজন ছিলেন জেনারেল প্র‌্যাকটিশনার।

 

বিএমএ‘র হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জন স্বাস্থ্যকর্মী। এর মধ্যে চিকিৎসক ২ হাজার ৯৮৭ জন, নার্স ২ হাজার ৮৬ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৩ হাজার ৩০৭ জন।

রাজধানীতে সর্বোচ্চ ৮৫৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ৪৯২ জন, সিলেটে ৩৪৯ জন, ময়মনসিংহে ১৪৩ জন এবং কুমিল্লায় ১৩১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। নার্সও বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায়, ৮১৯ জন। ময়মনসিংহে ১৬৪ জন, বরিশালে ৮৯ জন ও সিলেটে ৮৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম চিকিৎসক মারা যান ১৫ এপ্রিল।