পা পিছলে নদীতে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৩ years ago

পা পিছলে বুড়িগঙ্গা নদীতে ডুবে নৌপুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জামাল উদ্দিন (৪৬)। তিনি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে ওয়াইজঘাট এলাকায় কনস্টেবল জামাল উদ্দিন ও জাহাঙ্গীরের ডিউটি ছিল। ডিউটির একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে জামাল উদ্দিন প্রস্রাব করার জন্য নদী তীরে রাখা পন্টুনে চলে যান।

বৃষ্টিতে ভিজে পন্টুন পিচ্ছিল ছিল। কনস্টেবল জামাল অসতর্কতাবশত রাইফেলসহ পা পিছলে দুই পন্টুনের মাঝের ফাঁক দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।

এই ঘটনার কিছু সময় পর সঙ্গে থাকা কনস্টেবল জাহাঙ্গীর বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। তার ব্যবহৃত রাইফেলটি শরীরের সঙ্গে পাওয়া যায়।

কনস্টেবল জামাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানায়। তিনি সুদীর্ঘ ২৯ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ-থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।