বরিশালের অভিযান চালিয়ে ১৩ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে কোষ্টগার্ড। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (০৪ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোষ্টগার্ড।
এরআগে হিজলা উপজেলাধীন ধুলখোলা ও বহেশপট্টি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিক কাঠের নৌকা (ট্রলার) আটক করে কোষ্টগার্ড দক্ষিন জোনের হিজলা স্টেশানের সদস্যরা। পরে ট্রলারটিতে থাকা ড্রামভর্তি ১৩ লাখ ৫০হাজার পিস গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়।তবে অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ডের উপিস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
পরবর্তীতে হিজলা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আব্দুল আলীমেরর উপস্থিতিতে রেণু পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি মৎস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।