এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৫ এর ইফতার ও জেলা গর্ভনর (ডিজি)র সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল নগরীর সদর রোডস্থ সুলতানস্ কিচেনে এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৫ এর ইফতার-দোয়া মাহফিল ও ডিজি’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভকামনা জানিয়েছেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ ভুবন লাল ভারতী।
 
অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ জেলা-৫ এর গভর্নর (ডিজি) নির্বাচিত হওয়ায় এপেক্স ক্লাব অফ বরিশালের সাবেক সভাপতি এপেঃ মোঃ আদনান হোসেন অনি কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও জায়নামাজ প্রদান করা হয়। তারপরে ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সদ্য অতিত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ডাঃ হুমায়ুন কবির। দোয়া মোনাজাতে জাতীয় বোর্ড, ক্লাব সদস্য ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিডিজি-৫ এপেঃ এ্যাডঃ কাজী মুনিরুল হাসান, বরিশাল এপেক্স ক্লাবের সাবেক সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ কমল দাস শুভ, সদ্য অতিত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ডাঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি এপেঃ এ্যাডঃ আবুল কালাম আজাদ ইমন, সাবেক সভাপতি এপেঃ আব্দুল্লাহ আল ইউসুফ মনি, সাবেক সভাপতি এপেঃ মোঃ আক্তার হোসেন, সভাপতি এপেঃ ডাঃ সাইদুর রহমান কামাল, সিনিয়র সভাপতি এপেঃ বোরহান উদ্দিন তানবির, জুনিয়র সভাপতি এপেঃ রেজাউল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক এপেঃ ফেরদৌস জামান মামুন, ফ্লোর মেম্বার এপেঃ এ্যাডঃ তাহুরা খাতুন, প্রস্তাবিত ক্লাবের সদস্য এপেঃ ডাঃ নাসরিন জাহান, এপেঃ এ্যাডঃ মঞ্জুআরা গিয়াস, এপেঃ ঝুমা, এপেঃ পারভীন, এপেঃ রাহাত, সোহান, দিপ্ত, অপু প্রমূখ।
ক্রিকেটখেলাধুলাপ্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ লক্ষ্যে কমিটির সকলকে সচেষ্ট থাকতে হবে।শনিবার পিরোজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।এর আগে মন্ত্রী স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেন।সেখানে তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।পরে মন্ত্রী জাতীয় সমবায় দিবসের র‌্যালিতে অংশ গ্রহণ করেন। সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনুপ্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
৬ years ago