দুমকিতে ঝূঁকিপূর্ণ সেতু দিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃনাসির উদ্দিন (জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভারানী খালের উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে।
 সেতুর উভয় তীরে সাপ্তাহিক বাজার, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত ১৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী সহ হাজার হাজার পথচারীর যাতায়াত এ সেতু দিয়ে গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে চলাচল করতে দেখা গেছে। এছাড়াও খালটির স্রোত ও গভীরতা বেশি বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এ সেতুটি। এ ব্যাপারে দুমকি উপজেলা প্রশাসন ও পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর বারবার অবহিত করা হলেও অদ্যাবধি সেতুটির পূনঃনির্মান বা সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।
এব্যাপারে স্হানীয় ভুক্তভোগী  বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মোল্লা ও শিক্ষক মিজানুর রহমান জানান,  শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারীর প্রানের দাবি সেতুটি দ্রুত  পূনঃনির্মান  হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।