দুমকিতে ২০০ বছরেরও পূরানো মসজিদটি আজো অবমূল্যায়ন

লেখক:
প্রকাশ: ৪ years ago
All-focus

মোঃনাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী, দুমকি উপজেলা, শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী ৭নং  ওয়ার্ডের অবস্থিত ঈমান উদ্দিন মূন্সীবাড়ি জামে মসজিদটি আজ থেকেপ্রায়  ২শত বছর আগে আনুমানিক ১৮২০সালে মসজিদটি নির্মান করেন মৃতঃআলহাজ্ব মোঃআছমত আলী শরীফ। ১০ শতাংশ জমি দান করে মসজিদটি ছন ও তাল পাতা দ্বারা নির্মান করেন।তারপর পর্যায়ক্রমে স্থানিয় লোকের সাহায্য সহযোগীতায়, উপরে টিনের ছাউনি ও চারপাশে ইটের দেয়াল দিয়ে ২৫ থেকে ৩০ বছর আগে মসজিদটির কাজ করা হয়েছিলো, অত্যান্ত ছোট্ট পরিসরে।

মসজিদে মুসুল্লি বেশি হওয়ার কারনে এবং ঘরটি জীর্ণ শীর্ণ হওয়ার কারনে মুসুল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়।এই নিয়ে আমরা কথা বলেছিলাম মসজিদের বর্তমান সভাপতি মোঃশাহজাহান শরীফ(মুন্সী)(৭০) এর কাছে তিনি আমাদের জানিয়েছেন সরকারের আর্থিক সুবিধা পেলে মসজিদটি অবমমূল্যায়নের হাত থেকে রক্ষা পেতে পারে।তিনি আরো জানিয়েছেন এই মসজিদটিতে নামাজ পড়তে অনেক দূর-দূরান্ত থেকে মুসুল্লিরা নামাজ আদায় করতে আসতো কারন তখন আশে পাশে বর্তমানের ন্যায় এত মসজিদ ছিলনা।সরকার যদি এই ঐতিহাসিক মসজিদের দিকে একটু নজর দেয় তাহলে  হয়ত ফিরে পাবে মসজিদটির প্রান।মুসুল্লিরাও একটু স্বস্তি ফিরে পাবে।এ ব্যাপারে মসজিদের আরো মুসুল্লিদের সাথে কথা হলে তারাও একই কথা আমাদের জানান।