অমৃত রায়,জবি প্রতিনিধি: বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ উপলক্ষে মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়েবিনার আজ ৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। ওয়েবিনারের বিষয়, “অটিজমে আক্রান্ত শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত চিকিৎসা পদ্ধতি”।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডঃ কামালউদ্দিন আহমদ মাননীয় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডঃ মোঃ সাইফুল ইসলাম, ডিন লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ডা. মাজহারুল মান্নান, কনসালটেন্ট নিউরোলজিস্ট এবং ট্রেনিং কোঅর্ডিনেটর, ইপনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আলোচনা অনুষ্ঠানে আলোচকবৃন্দ হিসেবে থাকছেন প্রফেসর ডঃ কাজী সাইফুদ্দিন সাবেক ডিন, লাইভ এন্ড অফ সাইন্স অনুষদ। অপরাজিতা চক্রবর্তী, মনোবিজ্ঞান বিভাগ আমেথী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত। প্রফেসর ডঃ এ.কে.এম মনিরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
স্বাগত বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর অশোক কুমার সাহা, সাবেক চেয়ারম্যান, মনোবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর এইচ এম সাইদুর রহমান সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডক্টর ফারজানা আহমেদ, সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রবন্ধ উপস্থাপন সভাপতিত্ব করবেন প্রফেসর ডঃ নূর মোহাম্মদ, চেয়ারম্যান মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সকলে ওয়েবিনার এ অংশগ্রহণ ও অটিজমে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতে জন্য সদয় হওয়ার অনুরোধ করা হলো।