জবিতে সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা পাবে উপবৃত্তি

লেখক:
প্রকাশ: ৪ years ago
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)

অমৃত রায়, জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায় ও প্রতিবন্ধীরা পাবে উপবৃত্তি। এর জন্য নির্ধারিত ফরমের মাধ্যমে করতে হবে দরখাস্ত।
 
বুধবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে সোমবার (৫ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায় (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান), সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক, উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গােষ্ঠী) দেরকে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে নির্ধারিত ফরমে ৮ এপ্রিলের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখের মধ্যে ফরমে উল্লেখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা বৃত্তি অফিসে (অগ্রণী ব্যাংকের নিচ তালা) জমা দিতে হবে। উক্ত তারিখের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে মাউশি কর্তৃক অর্থ প্রাপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন প্রকার দায়ভার বহন করবে না।