মঠবাড়িয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লাঞ্ছিত ও এক সাংবাদিককে মারধরের ঘটনায় পাল্টা পাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে দুই পক্ষ একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা ডাকলে পুলিশ এসে বন্ধ করে দেয়। এদিকে বনিক সমিতির নেতাকে লাঞ্ছিত ও মামলায় আসামি করায় শহরের ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার অর্ধদিবস বন্ধ রেখে প্রতিবাদ করে বাজার ব্যবসায়ী সমিতি।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত রবিবার বাজার বনিক সমিতির পাশে একটি মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি এজাজের সাথে বনিক সমিতির নেতা পার্টস ব্যবসায়ী জামাল আকনের কথা কাটাকাটি হয়। এনিয়ে এক পর্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর ছেলে কামরুল আহমেদ রছি তাদের বাসভবনে ডেকে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালায়। এসময় সাংবাদিক এজাজ চৌধুরী গোপনে মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করতে গেলে পৌর মেয়রের ছেলে ওই সাংবাদিকের কাছ থেকে মোবাইলটি নিতে গেলে ধস্তাধস্তি হয়।।
এ ঘটনাটিকে ইস্যু ঐ ওই রাতেই মারধর ও হামলার অভিযোগ এনে এজাজ চৌধুরী বাদি
হয়ে পৌর মেয়রের ছেলে কামরুল আহমেদ রছি ও ব্যবসায়ী সমিতির নেতা
জামাল আকনসহ ছাত্রলীগের দুইনেতাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। অপর দিকে ব্যবসায়ী সমিতির নেতা জামাল আকন ও মিস্টি ব্যবসায়ী রনজিত ঘোষ বাদি হয়ে সাংবাদিক এজাজ চৌধুরী ও তার ছোট ভাই সাকিল বাবুকে আসামি করে হামলার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জা ম মাসুদুজ্জামান পাল্টা পাল্টি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।