বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন স্থগিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ ॥ বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারন নির্বাচন ২০২১ এর নির্বাচনের তফসিল ঘোষণার পর সভাপতি প্রার্থী মো: জাহাঙ্গীর হোসাইন এর মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে ১৮ মার্চ বাতিল করা হয়।

জাহাঙ্গীর হোসাইন ওই দিন মনোনয়ন পূন: বিবেচনার জন্য লিখিতভাবে নির্বাচনে কমিশনের সদস্যদের বরাবরে আবেদন করেন নাই। পরবর্তীতে অসৎপন্থায় ২০ মার্চ পূর্ন: বিবেচনার জন্য আবেদন করলে কমিশন ২১ মার্চ জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্র বৈধ মর্মে ঘোষণা করেন।

অথচ বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির গঠনতন্ত্রের ২৬ ধারায় নির্বাচনী আপিলের বিধান রয়ছে। উক্ত আিিপলে নির্বাচন সংক্রান্ত কোন বিরোধ দেখা দিলে সাধারন সভা ডেকে বিষয়টি নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে।

একভাবে মনেনানয়নপত্র বৈধ করার কোন সুযোগ নেই। এ কারনে বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি এস,এম আনিছুর রহমান বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন।

যার নং ৩২৮/২০২১। মামলার বিবাদীরা হলো- প্রধান নির্বাচন কমিশনার মো: দেলোয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার মো: শাহ্ আলম, সহকারী নির্বাচন কমিশনার মো: ছিদ্দিকুর রহমান আকন।

এদিকে বর্তমান ক্ষেত্র তফসিল অনুসারে এবং গঠনতন্ত্র পরিপন্থ ীভাবে মো: জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্রটি বৈধ মর্মে ঘোষণা করায় বাদী সহ আইনজীবী সহকারী সমিতির সদস্যদের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

বাদী বিশ্বাস করেন যে বিবাদীগণ মো: জাহাঙ্গীর হোসাইন দ্বারা অবৈধভাবে প্রভাবান্বিত হয়েছেন। এবং তাকে যেনতেনভাবে নির্বাচিত করার অসৎ উদ্দেশ্যেই তার বাতিলকৃত মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

অথচ বিবাদীপক্ষ গঠনতন্ত্র অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলে মো: জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্রটি কোনভাবেই বৈধ হতো না।

এদিকে, মামলার অভিযোগের ভিত্তিতে সদর সিনিয়র সহকারী জজ আদালত ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এরইপরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেন।