জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে জবি উপাচার্যের শোক প্রকাশ

লেখক:
প্রকাশ: ৪ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি:: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামালউদ্দীন আহমদ।
 
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক বার্তা প্রকাশ করা হয়।
 
শোকবার্তায় বলা হয়, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এর মৃত্যুতে বাঙালি জাতি স্বাধীনতার স্বপক্ষের শক্তি একজন বুদ্ধিবৃত্তিক পুরোধাকে হারালো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
 
উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ গতকাল সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
 
জানা যায়, ভোরের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এ সাংবাদিক। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জনকণ্ঠ প্রকাশিত হয়।