 
                                            
                                                                                            
                                        
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান নরওয়ের অসলোতে আগামী রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে আজ নরওয়ে যাচ্ছেন।
ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান্স ফর দি প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ারের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহ-সভাপতি হিসেবে যোগদানের নরওয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে তুরস্কের টিকে ৭১৩ পি বিমানযোগে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
আগামী রোববার সন্ধ্যায় নরওয়ের অসলোতে ওই আন্তর্জাতিক পুরস্কার প্রদানের কথা রয়েছে। বিএসএমএমইউ ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. একেএম সালেক, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু ও কোষাধ্যক্ষের সহধর্মিনী ড. শায়েস্তা শাহীন নরওয়ে যাচ্ছেন।
আগামী ১৪ ডিসেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে দেশে ফেরার কথা রয়েছে তার। ভিসির বিদেশে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় পরামাণু অস্ত্রের বিস্তার রোধ ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিক নিয়ে জনমত গড়ে তোলা এবং চুক্তির মাধ্যমে এ অস্ত্রের ব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সংগঠন ইন্টালন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স বা আইক্যান। বাংলাদেশেও বিশ্বখ্যাত ওই সংগঠনের অংশীদারী সংগঠন রয়েছে।
বিশ্বের ১০১টি দেশের ৪৬৮টি সংগঠন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে আইক্যান। বাংলাদেশে আইক্যান-এর অংশীদারী সংগঠন ফিজিশিয়ান্স ফর সোস্যাল রেসপনসিবিলিটি-এর সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও সাধারণ সম্পাদক হলেন অধ্যাপক ডা. একেএম সালেক।