ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু ২৬ মার্চ

লেখক:
প্রকাশ: ৪ years ago

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

সপ্তাহের প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে।

করোনা মহামারির কারণে গত বছরের ২১ মার্চ ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছর ১২ জুলাই থেকে প্রতিদিন বেসরকারি নভোএয়ার একটি এবং ১৬ জুলাই থেকে ইউএস বাংলা এয়ারলাইনস এই রুটে দুটি ফ্লাইট চালু করে।