ফায়ার সার্ভিসে বিকল্প ফোন নম্বর

লেখক:
প্রকাশ: ৭ years ago

কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর (০২ ৯৫৫৫৫৫৫) শুক্রবার ভোর পাঁচটা থেকে বিকল রয়েছে। এ অবস্থায় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনার সংবাদ জানাতে বিকল্প নম্বরের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, টেলিফোন মেরামতের কাজ চলছে। কখন নম্বরটি সচল হবে তা ঠিক করে বলা যাচ্ছে না। এই সময়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করার জন্য ‘+৮৮ ০১৭৩০৩৩৬৬৯৯’ এবং ‘+৮৮ ০১৭১৩০৩৮১৮২’ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো যাচ্ছে।

এর আগে বিটিসিএল-এর ত্রুটির কারণে ভোর থেকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ল্যান্ডফোন নম্বরটি বন্ধ হয়ে যায়।