বানারীপাড়ায় ওপেন হাউস-ডে সভায় বৃটিশ পুলিশের বলয় থেকে বেড়িয়ে জনতার কাতারে দাঁড়িয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করলেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মোঃ হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে জনগনের সরাসরি মতামত জানতে বানারীপাড়া থানা পুলিশের উদযোগে এ আয়োজন করা হয়।
ওপেন (খোলামেলা) আয়োজনের মূল বিষয় ছিল এলাকার মাদক বিক্রি,সেবন,সন্ত্রাস,জঙ্গি ও ইভটিজিং রোধে পুলিশ-জনতা মিলে কি কাজ করলে সমাজ থেকে তা ণির্মূল করা যায়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে খোলামেলা আয়োজনে বিশেষ অতিথি ছিলেন,বানারীপাড়া-উজিরপুর সার্কেলের এএসপি মোঃ কামরুল আহসান,বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমেদ কিসলু।
ওসি সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্বরুপকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। কথা বলেন বানারীপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ জলিল ঘরামী,ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম আইয়ুব আলী প্রমূখ। এ সময় জনগনের পক্ষ থেকে মূল বিষয়ের উপরে করনীয় পদক্ষেপ কি হতে পারে এ নিয়ে বিভিন্ন জন তাদের মতামত ব্যাক্ত করেন।
প্রধান অতিথি বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মোঃ হুমায়ুন কবির জনতার কথা নোট করে পরে তার বক্তৃতায় বলেন,বৃটিশ পুলিশের ভাবধারা থেকে মুক্ত হয়ে বর্তমান পুলিশ দেশ,সমাজ তথা প্রতিটি জনগনের পক্ষে কাজ করবে। তিনি আরও বলেন, একেক জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়ে যতবার জেলে যাবে, তারা ছাড়া পেয়ে আবার ব্যাবসা করলে তাদেরকে ততবারই গ্রেফতার করা হবে। দেখবো তারা (মাদক ব্যাবসায়ীরা) কতবার জামিনে আসতে পারে।
পাশাপাশি তিনি থানায় তদবির কারীদের হুশীয়ারী করে দিয়ে বলেন,আজকের ওপেন হাউজ-ডে সভার মূল বিষয়ের জন্য পুলিশ কাউকে আটক করলে,যারা থানায় এসে তাদেরকে ছাড়িয়ে নিতে সুপারিশ করবেন তাদের নাম স্থায়ী রেজিষ্টারে কালো তালিকাভূক্ত করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারা সহ উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,জাতীয় পার্টির আহবায়ক মোঃ মিজানুর রহমান চোকদার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন সিকদার প্রমূখ।